সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৬ ১৯:৫৫

ইসলাম ছাড়া অন্য ধর্মের উৎসবে ছুটি বাতিল করলো সৌদি সরকার

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিতে নতুন নির্দেশনা জারী করেছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুলগুলোতে ইসলাম ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়া অন্য ধর্মের অনুষ্ঠান-উৎসব উপলক্ষে দেওয়া যাবতীয় ছুটি বাতিল করেছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, কেবল ইসলামিক অনুষ্ঠানেই বাধ্যতামূলক ছুটি দিতে হবে।

সৌদিতে অবস্থিত আন্তর্জাতিক স্কুলগুলোকেও নতুন নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যারা এ নির্দেশনা মানবে না- তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলেও সাবধান করে দেওয়া হয়েছে।

নতুন এ নির্দেশনার ফলে সৌদি আরবে এখন থেকে বড় দিন ও ইংরেজি নববর্ষের মতো দিনগুলোতেও স্কুল খোলা থাকবে।

২০১৩ সালের জুন মাস থেকে সৌদি আরবে সাপ্তাহিক সরকারি ছুটি শুক্র ও শনিবার পালিত হয়ে আসছে। এর আগে দেশটিতে সাপ্তাহিক সরকারি ছুটি ছিল বৃহস্পতি ও শুক্রবার। মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থাসহ সব প্রতিষ্ঠানের জন্য এ বিধান থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার পালিত হয়ে আসছে।

সূত্রঃ খালিজ টাইমস

আপনার মন্তব্য

আলোচিত