সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৬ ১২:২১

তামিলনাড়ুর ‘আম্মা’কে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল

তামিলনাড়ুর ‘আম্মা’ খ্যাত প্রয়াত মুখ্যমন্ত্রী সুপ্রিমো জয়রাম জয়ললিতার মরদেহ চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল থেকে প্রথমে তার পোজ গার্ডেনের বাসস্থান হয়ে রাজাজী হলে নেয়া হয়েছে। জাতীয় পতাকায় ঢাকা ভারতের সবচেয়ে ক্ষমতাশালী ও জনপ্রিয় রাজনীতিবিদ তামিলনাড়ু রাজ্যের এই মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভীড় করছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায়ই জয়ললিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

জয়ললিতার মৃতদেহ হাসপাতাল থেকে তার বাসায় নিয়ে যাওয়ার পথে বহু সমর্থক পুলিশের ব্যারিকেড ভেঙ্গে নেত্রীকে এক নজর দেখার জন্য বাসায় ঢুকে পড়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জয়ললিতার মৃত্যুতে এর আগে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, তার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রীর মৃত্যুতে তামিলনাড়ুতে ৭ দিন এবং পুরো ভারতে ৩ দিনের শোক চলছে।

আপনার মন্তব্য

আলোচিত