সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৬ ২০:১৫

৪৭ আরোহী নিয়ে পাকিস্তানের বিমান বিধ্বস্ত

৪৭ জন আরোহী নিয়ে পাকিস্তানের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি দেশটির উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

এতে ৪০ জনের বেশি আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আরোহীদের মধ্যে পাকিস্তানের সঙ্গীতশিল্পী জুনায়েদ জামশেদও রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিমানটি অ্যাবোটাবাদের কাছে হাভেলিয়ান এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থলে সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে।

পাকিস্তান এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পিকে-৬৬১ নামের ফ্লাইটটি চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপরই এয়ারক্রাফটটির অবস্থান নির্ণয়ে কাজ করা শুরু করে সংশ্লিষ্টরা। চারটা চল্লিশ মিনিটে ইসলামাবাদে অবতরণের কথা ছিল বিমানটির।

আপনার মন্তব্য

আলোচিত