সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৭ ১২:৪৯

হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার কথা ভেবেছি : ট্রাম্পবিরোধী সমাবেশে ম্যাডোনা

মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা বলেছেন, "আমি ক্ষুব্ধ। হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার কথা অনেক ভেবেছি আমি।"

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পবিরোধী একটি সমাবেশে এ কথা বলেন ম্যাডোনা।

সারা বিশ্বে অনুষ্ঠিত ট্রাম্পবিরোধী নারীদের বিক্ষোভের একটি অংশ ছিল সেটি।

বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় ম্যাডোনা বলেন, "মনে হচ্ছে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছি। ন্যায়বিচার আসবে এবং শেষে ভালোর জয় হবে।"

তিনি বলেন, "এই নির্বাচনে ভালোর জয় হয়নি। তবে শেষ জয়টা ভালোরই হবে।"

বিখ্যাত এই গায়িকা বলেন, "আমরা পিছনে ফিরে যাবো না। এটা (আন্দোলন) একটা প্রত্যাশিত পরিবর্তনের শুরু মাত্র।"

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন ম্যাডোনা। হিলারির সমর্থনে নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি।

ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ছয় শতাধিক ট্রাম্পবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আর সেসব সমাবেশে নারী বিক্ষোভকারীদের সংখ্যাটা ছিলো বিপুল।

আপনার মন্তব্য

আলোচিত