ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৫৫

আফগানিস্তানে গ্রেনেড হামলা : একই পরিবারের ১১ জন নিহত

ফাইল ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গ্রেনেড হামলায় নারী-শিশু সহ একই পরিবারের ১১ জন নিহত হয়েছে।

দেশটির লাঘমান প্রদেশে রোববার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, লাঘমান প্রদেশের বাদ পাখ জেলায় এক অজানা বন্দুকধারী দুটি গ্রেনেড ছুড়ে মারে যার ফলে ১১ জন মানুষ মারা যান। নারী-শিশুসহ নিহতরা সবাই বেসামরিক নাগরিক। আফগানিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার কড়া মূল্য দিতে হচ্ছে নাগরিকদের। জাতিসংঘের হিসেব অনুযায়ী ২০১৬ সালে কমপক্ষে ১১ হাজার ৫শ বেসামরিক নাগরিক নিহত অথবা আহত হয়েছে যা ২০০৯ সালের পরে সর্বোচ্চ।

এর আগে শুক্রবার পাকটিকা প্রদেশে রাস্তায় পেতে রাখা বোমায় আট শিশুসহ ১২ বেসামরিক নাগরিক নিহত হয়। সূত্র :এএফপি।

আপনার মন্তব্য

আলোচিত