সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০১৭ ০০:০৪

সাঁতার না জানলে মিলবে না ডিগ্রি সনদ

স্নাতক ডিগ্রি পেতে চান? শুধু পড়াশুনা জানলেই হবে না, সঙ্গে জানা থাকতে হবে সাঁতারও। আশ্চর্যজনক হলেও এমনই নিয়ম করেছে একটি চীনা বিশ্ববিদ্যায়। স্নাতকের সনদ পেতে সাঁতার জানা বাধ্যতামূলক।

চীনের জিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের বলা হয়েছে, স্নাতক ডিগ্রি পেতে হলে তাদেরকে অবশ্যই আগে সাঁতারের জন্য পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে স্নাতক ডিগ্রি।

অবশ্য গ্রাজুয়েট ডিগ্রির সঙ্গে সাঁতার শেখাকে এভাবে যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা। এটা শরীরের সক্ষমতা বাড়ায়। গত বছরের সেপ্টেম্বরে এক শিক্ষার্থী সাঁতারের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাঁতারের প্রশিক্ষণ নিতে পাঠায়।

নতুন নিয়মে বলা হয়েছে, নতুন ছাত্রদের যেকোনো ধরনের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হওয়ার দক্ষতা থাকতে হবে।

সোমবার (২৭ মার্চ) সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি অনলাইন বিতর্ক চলে। সেখানে প্রশ্ন ছিল, চীনের এলাকায় নদী বা সাগর নেই সেখানকার ছাত্রদের তাহলে কী হবে?

এর আগে এই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য সাঁতারকে পূর্বশর্ত করা হয়েছিল ১৯১৯ সালে। কিন্তু পরে তা বতিল করা হয়। তবে এখন থেকে কেউ সাঁতার না জানলে তাকে স্নাতক ডিগ্রি পাওয়ার আগেই সাঁতারটা শিখে নিতে হবে।

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত