ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ জুন, ২০১৭ ১৯:৪৩

লন্ডন হামলায় গ্রেপ্তার ১২

শনিবার লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলার ঘটনায় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

রোববার এ গ্রেপ্তারের বিষয়টি জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সন্ত্রাসদমন কমান্ড-এর পুলিশ কর্মকর্তারা রবিবার ভোরে ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃতদের বার্কিং ও ইস্ট লন্ডন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বার্কিং এলাকায় বেশ কিছু ঠিকানায় অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে তিন ব্যক্তি পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং ছুরিকাঘাতে হামলা চালায়। বোরো মার্কেট এলাকায় প্রথমে হামলাকারীরা একাধিক মানুষকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়। এতে সাত ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৮জন। পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত