সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ জুন, ২০১৭ ১৪:৫৪

ভারতে প্রচণ্ড দাবদাহে ১৮ জনের মৃত্যু

ফাইল ছবি

ভারতের অনেক অঞ্চলে চলছে প্রচণ্ড দাবদাহ। এরই মধ্যে দেশটির ওডিশা রাজ্যে ১৬ জন ও গুজরাটে ২ জন মারা গেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (৭ জুন) টাইমস অব ইন্ডিয়া জানায়, ওডিশা ও গুজরাটে গড় তাপমাত্রা এখন ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস। উত্তর প্রদেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তীব্র দাবদাহে উত্তর প্রদেশে ৬ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বিষয়টি এখনো নিশ্চিত করেনি। গতকাল মঙ্গলবার অবশ্য উত্তর প্রদেশের বেশ কিছু অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলেও তীব্র গরম পড়েছে। গুয়াহাটির আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজস্থানের বিভিন্ন অংশে দাবদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজ্যের পশ্চিমাংশে আগামী ২৪ ঘণ্টার জন্য দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত