সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ জুন, ২০১৭ ২১:৫৬

ইরাকে বাস্তুচ্যুতদের শিবিরে খাদ্যে বিষক্রিয়ায় নিহত ১ শিশু, অসুস্থ অন্তত ৮০০

ইরাকে মসুলের কাছে বাস্তুচ্যুত মানুষদের একটি শিবিরে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে কয়েকশ’ মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং এক শিশু বিষক্রিয়ায় মারা গেছে।

মঙ্গলবার (১৩ জুন) ইফতারির পর শরণার্থীরা ক্রমাগত বমি করতে থাকে এবং অনেকের শরীরে পানিশূন্যতা দেখা দেয়।

মসুল এবং ইরবিল এর মধ্যবর্তী স্থানে অবস্থিত ‘হাসানশাম ইউ টু’ নামের এ শরণার্থী শিবিরে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি সেনাদের যুদ্ধে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়ে আছে। বর্তমানে আইএস যোদ্ধারা বর্তমানে মসুল শহরের পশ্চিমে অবরুদ্ধ হয়ে আছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানায়, প্রায় ৮০০ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাদের ২০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। কয়েকটি খবরে এক নারীও মারা গেছে বলে জানানো হয়েছে।

রুদাও বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ইরবিলের একটি রেস্তোরাতে খাবার প্রস্তুত করা হয়েছে এবং কাতারের একটি সেচ্ছাসেবী সংস্থা সেগুলো শরণার্থী শিবিরটিতে নিয়ে গেছে।

মসুল এলাকায় জাতিসংঘ নির্মিত ১৩টি শরণার্থী শিবিরের মধ্যে হাসানশাম শিবির অন্যতম। শহর ও গ্রামের ঘরহারা মানুষেরা সেখানে আশ্রয় নিয়েছে। তাদের সংখ্যা ৬ হাজার ২৩৫।

সূত্র: বিবিসি।

আপনার মন্তব্য

আলোচিত