সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ জুন, ২০১৭ ০৭:৫৩

পাকিস্তানি সীমান্ত রক্ষা বাহিনীর হামলায় ২ ভারতীয় সেনা নিহত

পাক-ভারত সীমান্তে টহলরত ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ চালালো পাকিস্তানের সীমান্ত রক্ষা বাহিনী ব্যাট। এসময় মুখোমুখি গোলাগুলিতে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এতে এক পাক সীমান্ত সেনা আহত হয়।

বৃহস্পতিবার (২২ জুন) জম্মু-কাশ্মীরের পুঞ্চ সীমান্ত রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর এক টহলদার দলের উপর আচমকা আঘাত হানে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। ঘটনায় দুই ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়। এ সময় ভারতের পক্ষ থেকে পাল্টা গুলি চালানো হলে এক ব্যাট সদস্য গুরুতর জখম হয়।

জম্মু সেনা ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, 'বৃহস্পতিবার দুপুরের পর সীমান্তরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ৬০০ মিটার ভিতরে অনুপ্রবেশ করে পাকিস্তানি সীমান্ত বাহিনী। এ সময় উভয়পক্ষের মধ্যে সম্মুখ গোলাগুলি চলে। এ সময় দুইজন ভারতীয় সেনা নিহত হয়।

ওই মুখপাত্র আরও জানান, “ভারতীয় সেনা পাল্টা গুলি চালালে এক সশস্ত্র অনুপ্রবেশকারী আহত হয়। গোলাগুলির ফাঁকে আহত সদস্যকে নিয়ে যেতে সক্ষম হয় ব্যাট সদস্যরা।

এর আগে জুন মাসের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর হাতে জম্মু-কাশ্মীর সীমান্তে পাঁচ ব্যাট সদস্য নিহত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আপনার মন্তব্য

আলোচিত