ইন্টারন্যাশনাল ডেস্ক

২৫ জুন, ২০১৭ ১৮:৩২

ব্রিটেনে ঈদের নামাজ শেষে মুসল্লিদের ওপর গাড়ি উঠে আহত ৬

যুক্তরাজ্যে ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর গাড়ি উঠে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে নিউক্যাসেল শহরের ওয়েস্টগেট স্পোর্টস সেন্টারের বাইরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

আহতদের রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় ৪২ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই নারী ঈদের নামাজ শেষে গাড়িতে করে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের ওপর গাড়ি তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত