সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০১৭ ১৫:১৩

৬ মুসলিম-প্রধান দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর

ছয় মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ অনেকটা কঠিন হয়ে গেছে। এখন থেকে ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের আমেরিকায় প্রবেশে অনেক কাঠখড় পোড়াতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত-সমালোচিত ভ্রমণবিষয়ক নিষেধাজ্ঞার কারণে শরণার্থীরাও আটকে যাবেন এ দেয়ালে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

পরিবারের এই ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়ের তালিকায় রয়েছেন মা-বাবা, স্বামী-স্ত্রী, হবু স্বামী-স্ত্রী, সন্তান, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে, জামাই, ছেলের বউ ও নাতি-নাতনি। দাদা-দাদি বা নানা-নানি, খালা-চাচি-মামি-ফুফু, চাচা-খালা-মামা-ফুফা, ভাতিজা এবং ভাগনেকে ঘনিষ্ঠ স্বজন হিসেবে বিবেচনা করা হবে না।

এ সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্ট ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ স্বজন আছে প্রমাণ করতে পারলেই এসব দেশের নাগরিক ও শরণার্থীরা ভিসা নিতে পারবেন। প্রমাণ দিতে না পারলে পরবর্তী ৯০ দিনের জন্য নাগরিকেরা ও ১২০ দিনের জন্য শরণার্থীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।

অক্টোবরে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের।

তবে ছয় দেশের যেসব নাগরিক এর মধ্যে ভিসা পেয়েছেন, তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ ছাড়া মার্কিন নাগরিক, গ্রিন কার্ডধারী বৈধ বসবাসকারী, দ্বৈত নাগরিক, ইতিমধ্যে এসব দেশের যেসব শরণার্থী যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য নয়।

আপনার মন্তব্য

আলোচিত