সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১২ জুলাই, ২০১৭ ১১:৩৪

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা (অ্যান্টি-মিসাইল সিস্টেম) টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স(থাড)-এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।  মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

দু’জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ক’দিন আগে জানিয়েছিল, উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরোধ করতে শিগগির নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা (অ্যান্টি-মিসাইল সিস্টেম) টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স(থাড) মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকেও তখন থাড মোতায়েনের পরিকল্পনার ব্যাপারে স্বীকারোক্তি দেওয়া হয়।

এবার মার্কিন সামরিক বাহিনীকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, একমাস আগে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পরীক্ষা চলাকালে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে থাড।

৪ জুলাই সকালে পশ্চিমাঞ্চলীয় পিয়নগান প্রদেশের বাঘইয়োন থেকে জাপান সাগর অভিমুখে হোয়াসং-১৪ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উ. কোরিয়া। নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি আন্তমহাদেশীয় ছিলো এবং এটি যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম বলে স্বীকার করেছে মার্কিন প্রশাসন।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই পরীক্ষাকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের প্রতি নতুন হুমকি উল্লেখ করেন। এবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সংস্থা এক বিবৃতিতে জানালো, ‘উ. কোরিয়াসহ অন্যান্য দেশের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শক্তি জানান দিতেই থাড-এর পরীক্ষা চালানো হলো।’

থাডকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছোট, মধ্যম ও আন্তঃমধ্যম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আটকানো এবং ধ্বংস করা যায়। উত্তর কোরিয়ার হামলা ঠেকাতে এ বছর দক্ষিণ কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা দাবি করেছিল, টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হবে। আর দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, আলাস্কা থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার পরীক্ষা চালানো হবে। সেই আলাস্কা থেকেই থাডের সফল পরীক্ষার কথা জানালো মার্কিন সামরিক বাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত