সিলেটটুডে ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:০১

উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র পরীক্ষা স্থানে প্রচণ্ড ভূ-কম্পন

পারমানবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশের এক ঘণ্টা পরই উত্তর কোরিয়া এটি পরীক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

রোববার দেশটির কিলজু এলাকায় ছয় দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয়। উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র পরীক্ষার স্থান এটি।

দক্ষিণ কোরিয়ার দাবি পিয়ং ইয়ংয়ের পারমানবিক অস্ত্র পরীক্ষার ফলেই ভয়াবহ ওই ভূমিকম্প হয়েছে। তাদের দাবি যদি সঠিক হয়, তাহলে এটি হবে দেশটির ষষ্ঠ পারমানবিক পরীক্ষা।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পারমানবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পারমানবিক বোমার একটি ছবি প্রকাশ করে। এতে দেখা যায় দেশটির শীর্ষ নেতা কিম জং উন নবনির্মিত একটি হাইড্রোজেন বোমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন।

এর ঘণ্টাখানেক পরই পারমানবিক পরীক্ষা চালানোর এলাকাটিতে প্রচণ্ড ভূমিকম্প হয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক পারমানবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের।

আপনার মন্তব্য

আলোচিত