সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০১৭ ০০:৩৮

ফ্রান্সে রেলস্টেশনে ছুরিহামলায় নিহত ২

ফ্রান্সের মার্সেই শহরে একটি রেলস্টেশনে ছুরি নিয়ে হামলার ঘটনায় দুই নারী পথচারী নিহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এ হামলার পর পুলিশের গুলিতে হামলাকারীও মৃত্যু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে ধারণা করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবিসি বলছে, পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং ওই স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মার্সেই পুলিশের প্রধান অলিভার ডি মাজিরেস বলেন, দুইজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলের দিকে রওয়া দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাহ কোলুম্ব।

ফ্রান্স ন্যাশনাল পুলিশের এক টুইটার বার্তায় বলা হয়, পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণে নিয়েছে, হামলাকারীকে 'নিরস্ত্র এবং গুলি করা হয়েছে'।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি পত্রিকাকে বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ছুরি নিয়ে লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গলাকেটে হত্যা করা হয় একজনকে, আরেকজনের মৃত্যু হয় ছুরির আঘাতে।

আপনার মন্তব্য

আলোচিত