সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৭ ১০:৪৭

আইভরি কোস্টে বিমান ভেঙে সাগরে পড়ে নিহত ৪

আইভরি কোস্টের আবিদজান শহরের বিমানবন্দরের নিকটবর্তী সাগরে একটি মালবাহী বিমান ভেঙে পড়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, বিমানটি আবিদজান বিমানবন্দর থেকে আকাশের ওড়ার পর তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে। এরপর বিমানটি অবতরণের চেষ্টা করে। পরে সেটি সাগরে পতিত হয়। বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন।

নিহত চারজন মালদোভার নাগরিক। বাকি ছয়জনের মধ্যে চারজন ফ্রান্স ও দুজন মালদোভার বাসিন্দা। তাঁরা সবাই কমবেশি আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আইভরি মাটিনের খবরে বলা হয়, এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি বিমানের যাত্রী কি না, তা জানা যায়নি।

ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট জানায়, বিমানটিতে সামরিক জিনিসপত্র ছিল।

আপনার মন্তব্য

আলোচিত