সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৭ ১৩:২৮

কেনিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলায় ৬ শিশুসহ নিহত ৭

কেনিয়ায় একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ছয় শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, বহিষ্কৃত এক শিক্ষার্থী এই হামলার নেতৃত্ব দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের থাকার ভবনে দুজন বহিরাগত নিয়ে এসে হামলা চালায় সে।

গুলি চালিয়ে সাত জনকে হত্যা করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। স্কুলের দুই মেয়েকে ধর্ষণ করেছে তারা। এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন।

প্রধান সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে গেলে সেখানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হানা দেয়।

কেনিয়ার উত্তরাঞ্চলের এআইসি লকিংচোগিও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, অন্য এক শিক্ষার্থীকে মারধর করায় ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। পরে বহিরাগতদের নিয়ে সেই ছাত্রকে খুঁজতে আসে সে। কিন্তু তখন সে স্কুলে ছিল না।

কেনিয়ার ডেইলি ন্যাশনাল পত্রিকাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বহিষ্কৃত ছাত্র স্কুলে এসে চিৎকার করে বলছিল, সে স্কুল জ্বালিয়ে দেবে এবং বহিষ্কারের শোধ নিতে সে আবার ফিরে আসবে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

আপনার মন্তব্য

আলোচিত