সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ মার্চ, ২০১৮ ১৪:২৯

ভারতে এবার ভাঙা হল মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য

ভারতে ভাস্কর্য ভাঙা বা ভাস্কর্যের মুখে কালি লেপে দেয়া চলছে বিরতিহীন ভাবে। এবার ভাস্কর্য ভাঙার তালিকায় যোগ হল কবি মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য। প্রথমে কালি লাগিয়ে, পরে নাক ভেঙে দেয় দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের রামবাগান এলাকায়। তবে ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা মধুসূদন দত্তের ভাস্কর্যটিকে বিশ্ববরেণ্য কমিউনিস্ট নেতা কার্ল মার্ক্সের ভাস্কর্য ভেবেই এক কাজটি সংঘটিত করে।

শনিবার (১০ মার্চ) সকালে এ দৃশ্য দেখে হতবাক সেখানকার বাসিন্দারা। তাদের বক্তব্য মাইকেল আবার কি দোষ করলেন! উনি তো কোনও রাজনৈতিক দলের না? কবি মানুষ ছিলেন। এলাকার কয়েকজনের বক্তব্য, মাইকেলকে কার্ল মার্ক্স ভেবে রঙ লাগিয়ে, ভাস্কর্যের নাক ভাঙা হয়েছে। একই রকম দাড়ি দেখে সম্ভবত ভুল করেছে হামলাকারীরা।

রানিগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কারা এ কাজ করেছে। জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন এসেছিল। তারা কারা দেখছে পুলিশ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, ত্রিপুরায় সিপিএম সরকারের পতনের পর সেখানে লেনিনের ভাস্কর্য ভাঙা দিয়ে শুরু। তারপর কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি, কেরেলায় গান্ধী ভাস্কর্য, উত্তরপ্রদেশে বি আর আম্বেদকরের ভাস্কর্য ভাঙা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত