ইন্টারন্যশনাল ডেস্ক

১২ মার্চ, ২০১৮ ১৭:২৬

নেপালে বিমান বিধ্বস্ত: ৪৬ জনের মৃত্যু

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে নেপালের একটি সংবাদ মাধ্যম।

সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ বিমানটি বিধ্বস্ত হয়।

নেপালের সংবাদমাধ্যম অনলাইনখবর ডট কম জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ঘটনা স্থলেই ২৮ জনের মৃত্যু হয় বলে জানায় সংবাদ মাধ্যমটি। তাছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরো ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৩ মিনিতে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। নেপাল সময় বেলা ২টা ২০ মিনিতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ অব নেপাল জানায়, ৬৭ জন যাত্রীদের মধ্যে ৩৩ জন নেপালের নাগরিক।

এ ঘটনায় এখন পর্যন্ত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত