ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ জুলাই, ২০১৫ ০২:৩০

চীনের বিরুদ্ধে মার্কিন গোপন তথ্য চুরির অভিযোগ আনলেন হিলারি

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং আগামী বছরের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন, চীন যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চুরি করছে।

চলতি বছর মার্কিন কর্মকর্তারা হ্যাকিংয়ের পেছনে সন্দেহের তালিকায় চীনকেই এক নাম্বারে রাখেন। খবর বিবিসি’র।

শনিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণাকালে হিলারি অভিযোগ করেন, চীন যুক্তরাষ্ট্রের সরকারি এবং বাণিজ্যিক নথি চুরির চেষ্টা করছে। তারা এমন সব তথ্য চুরির চেষ্টা করছে যা সাধারণত প্রকাশ্যে আসে না।

তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। হিলারি চীনের শান্তিপূর্ণ উত্থান আশা করেন বলেও উল্লেখ করেন।

আপনার মন্তব্য

আলোচিত