ইন্টারন্যাশনাল ডেস্ক

০৭ জুলাই, ২০১৫ ১৪:৩৭

বিমান বাহিনীর বোমায় বাগদাদে নিহত ৮, কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটি

ইরাকি বিমান বাহিনীর যুদ্ধবিমান থেকে পড়া একটি বোমার বিস্ফোরণে রাজধানী বাগদাদে তিনটি শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন।

সোমবার ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের উপর বোমাবর্ষণ করে ফেরার সময় রুশ নির্মিত একটি সুখোই জঙ্গিবিমান থেকে ‘কারিগরি সমস্যার কারণে’ বোমটি পড়ে যায় বলে ইরাকি বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

জঙ্গিবিমানটির পাইলট জঙ্গিদের অবস্থান লক্ষ করে বেশ কয়েকটি বোমা বর্ষণের পর এই বোমাটি কারিগরি সমস্যার কারণে আটকে গিয়েছিল বলে দাবি করেছে সামরিক বাহিনী। ছয়বার চেষ্টা করেও পাইলট বোমাটি মুক্ত করতে পারেনি।

পরে বিমানটি ঘাঁটিতে ফেরার পথে বাগদাদের একটি আবাসিক এলাকার উপর বোমাটি পড়ে যায়। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়।

নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সাদ মান বলেছেন, “কারিগরি সমস্যার কারণে একটি বোমা আটকে গিয়েছিল। বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বোমাটি বাগদাদের জাদিদা এলাকায় পড়ে যায়।”

আইএস জঙ্গিরা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি সরকারি বাহিনীগুলো আইএস জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত