আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৮ ২১:০৭

কলকাতার সবচেয়ে উঁচু ভবনে আগুন

কলকাতার সবচেয়ে উঁচু ভবন ৬৩ তলা ‘দ্য ৪২’ এ আগুন লেগেছে। শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নির্মাণাধীন আবাসিক ভবনটির আট ও নয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ধর্মতলা এলাকার চৌরঙ্গী রোডে অবস্থিত ভবনটির এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা সম্পদহানির কোনো খবর পাওয়া যায়নি। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। নির্মাণাধীন ভবনটির বাইরের দিকে লাগানো নেটে কোনোভাবে আগুন ধরে গিয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

‘দ্য ৪২’ ভবনের আশপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের আরও অনেক দপ্তর আছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত