সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৫০

১৩৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি গরম

এই বছর জুন-জুলাই-আগস্টে ১৩৫ বছরের মধ্যে বিশ্বে গড়ে সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে।  ১৮৮০ সালের পর, অর্থাৎ ১৩৫ বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ। আর এ তাপমাত্রা বেড়েছে সমুদ্র ও ভূপৃষ্ঠ -উভয় অঞ্চলে। যুক্তরাষ্ট্রভিত্তিক জাতীয় সামুদ্রিক ও বায়ুমণ্ডলবিষয়ক প্রশাসন (এনওএএ) এ তথ্য জানিয়েছে।

এনওএএ জানিয়েছে, ‘রেকর্ড গরম পড়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকার কিছু অংশ, মধ্যপ্রাচ্য, এশিয়া ও যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলে।’
সংস্থাটি আরো জানায়, ‘পূর্ব বিষুবীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরের বৃহৎ অংশ, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের কিছু অংশে রেকর্ড গরম তাপমাত্রা ছিল।’ চলতি বছরের শুরুতেই এনওএএ জানিয়েছিল, ২০১৫ সাল হতে পারে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর

আপনার মন্তব্য

আলোচিত