আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২০ ১২:১৬

ভারতে একদিনে সর্বোচ্চ ৪৭৮ জনের দেহে করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ভারতে সবচেয়ে বেশি বেড়েছে।

দেশটিতে শুক্রবার ৪৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, যাদের নিয়ে রোগীর সংখ্যা পৌছেছে ২ হাজার ৫৪৭ জনে।

ভারতে রোগীর সংখ্যার এই উল্লম্ফনের জন্য দিল্লিতে তাবলিগ জামাতের এক সমাবেশকে দায়ী করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সমাবেশে থাকা তাবলিগ সদস্যদের ৬৪৭ জনের দেহে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গত দুই দিনে মারা যাওয়া ১২ জনও ওই সমাবেশের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরালাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। এই রাজ্যে নতুন ৭৫ জন কোভিড-১৯ আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৯। করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই সবথেকে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে মারা গেছেন ৮ জন।

করোনার বিরুদ্ধে লড়াইতে পরষ্পরের প্রতি সংহতি জানাতে রোববার রাত ৯টায় বাড়ির আলো ৯ মিনিটের জন্য নিভিয়ে মোববাতি, প্রদীপ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনার মন্তব্য

আলোচিত