আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে, ২০২০ ১১:৫৭

লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে ভারত

করোনাভাইরাসের বিস্তার ক্রমশ বাড়তে থাকায় ৪র্থ দফায় লকডাউন বাড়ছে ভারতে।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহামারীকালীন ২০ লাখ কোটি রুপির সহায়তা তহবিলও ঘোষণা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বলা হয়, চতুর্থ দফার লকডাউনে দিনমজুরসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সব শ্রমজীবী মানুষের জন্য থাকবে প্রণোদনার ব্যবস্থা। ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে দীর্ঘ বৈঠকের পর আসে এ ঘোষণা।

বিশ্ব অর্থনীতিতে ‘গ্লোবাল সাপ্লাই চেইনে’ এগিয়ে থাকতে আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে কর নীতিমালা সংস্কারসহ পাঁচ দফা কর্মপরিকল্পনাও ঘোষণা করেন মোদি।

প্রায় তিন মাসের লকডাউনের মধ্যেই, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৪ হাজার। প্রাণ গেছে ২ হাজার ৪শ’র বেশি মানুষের। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, গুজরাট, তামিলনাড়ু আর দিল্লিতে। পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে অন্যান্য রাজ্যেও।

আপনার মন্তব্য

আলোচিত