আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২০ ১৪:৫১

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের পদত্যাগ

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়ে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেডো।

সংস্থাটি যখন করোনাভাইরাসের প্রভাব মোকাবিলা করছে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছে এমন সময় এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

করোনা মহামারিতে বিশ্ব বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে। মহামন্দার পর অর্থনীতি এখন সবচেয়ে নিম্নগামী।

ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করছে।

আজেভেডো জানিয়েছেন, মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সংস্থার জন্য তা মঙ্গলজনক। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা হয়তো যথার্থ নয় কিন্তু এটি সবক্ষেত্রে প্রযোজ্য। এটিই বিশ্বকে জঙ্গলের আইন থেকে রক্ষা করছে, অন্তত বাণিজ্যের ক্ষেত্রে।

আজেভেডোর পদত্যাগের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ঠিক আছে। আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে। তারা চীনকে উন্নয়নশীল দেশ বিবেচনা করে। ফলে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন অনেক বেশি সুবিধা পায়।

আপনার মন্তব্য

আলোচিত