সিলেটটুডে ডেস্ক

১৬ মে, ২০২০ ২০:৩৭

জুকারবার্গের চুল কেটে দিলেন প্রিসিলা

করোনা মহামারীতে পৃথিবীর প্রায় সব দেশেই চলছে লকডাউন। জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকান বন্ধ। নরসুন্দরদের দোকান বন্ধ থাকায় অনেকে বাসায় মাথা ন্যাড়া করে সে ছবি পোস্ট করছেন ফেসবুকে। এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও নিজের চুল কাটার ছবি পোস্ট করেছেন।

শনিবার নিজের প্রোফাইলে জুকারবার্গ একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যায় তার স্ত্রী প্রিসিলা চ্যান তার মাথার চুল কেটে দিচ্ছেন।

ছবিটি পোস্ট করে জুকারবার্গ ক্যাপশন দেন, ‘নতুন স্বাভাবিক: এই লকডাউনে আনুষ্ঠানিকভাবে চুল কাটা’। ছবিটিতে মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক কমেন্ট পড়তে থাকে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত ছবিটিতে ৫ লাখা ৮০ হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন, ৬২ হাজার কমেন্ট পড়েছে এবং ৩১ হাজার মানুষ ছবিটি শেয়ার করেছেন।

ছবির নিচে অনেকে কমেন্ট করে জানান, এই লকডাউনের বাসায় তাদের স্ত্রীও তাদের চুল কেটে দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত