সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৫ ২৩:৫০

মুক্তাগাছার রাজাকার আক্কাস গ্রেপ্তার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার রেজাউল করিম ওরফে আক্কাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) গ্রামের বাড়ি পূর্বচেচুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম।

এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আক্কাসসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ মুক্তাগাছার রাজাকার হিসেবে পরিচিত আক্কাসসহ আট আসামিকে গ্রেপ্তারে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন আবেদন করেন।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল একইদিন আবেদনের শুনানি করে।

রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী (৭০) চেচুয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফজলুল করিম জানান, পূর্বচেচুয়া গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে রেজাউল মুক্তিযুদ্ধের সময় মাদ্রাসা ছাত্র থাকা অবস্থায় আলবদর বাহিনীতে যোগ দেন।

তার বিরুদ্ধে ওই সময় সুবর্ণখিলা গ্রামে মুক্তিযোদ্ধা আহমদ আলীসহ দুই মুক্তিযোদ্ধা হত্যা, চেচুয়ায় হিন্দুবাড়িতে গণহত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানান ওসি।  

তিনি জানান, স্বাধীনতার পর আক্কাস আত্মগোপন করেন। পরে নিজের নাম পরিবর্তন করে এ এস এম রেজাউল হক লেখেন।

আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে চলতি বছরের ৪ মে তদন্ত শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা।

প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তাগাছা এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আগামী ৪ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত