সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০২৫ ০৯:০৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা স্থগিতের আবেদন যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার সাজা স্থগিতের অনুরোধ জানিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুসারে এই আবেদন তিনি করেছেন ৮ জুলাই, বুধবার।

২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বিরুদ্ধে আনা হয়েছিল মানবতাবিরোধী অপরাধের মোট ৮টি অভিযোগ। এর মধ্যে ৭টি অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তিনটি অভিযোগে তার ফাঁসির আদেশ হয়। বাকি চারটি অভিযোগে কারাদণ্ডের সুযোগ থাকলেও, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ওইসব অভিযোগে আলাদাভাবে সাজা দেওয়া হয়নি। একটি অভিযোগ প্রমাণ করতে না পারায় ট্রাইব্যুনাল সেটি খারিজ করে দেয়।

তদন্তে উঠে আসে, ১৯৭১ সালে আজাদ ১৪ জনকে হত্যা করেন, তিনজন নারীকে ধর্ষণ করেন, নয়জনকে অপহরণ এবং ১০ জনকে আটকে রাখেন। এ ছাড়া তিনি পাঁচটি বাড়িতে আগুন লাগান ও ১৫টি বাড়ির মালামাল লুট করেন—এসব অপরাধ আদালতে প্রমাণিত হয়।

আবুল কালাম আজাদের এই রায়ই ছিল যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট প্রথম মামলার আদেশ।

তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই তিনি পালিয়ে যান। ভারত হয়ে তিনি পাকিস্তানে পৌঁছান বলেও তারা জানিয়েছে।

এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ২০১২ সালের ২৬ ডিসেম্বর। উভয়পক্ষের যুক্তি শোনার পর ট্রাইব্যুনাল মামলাটিকে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে আদেশ দেয়।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ তার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় এবং একাত্তরের অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদের রায় ঘোষণা শুরু হয়।

আপনার মন্তব্য

আলোচিত