সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৬ ১৩:১৯

কারাগারে যুদ্ধাপরাধী নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর আমীর  মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধু ও মেয়ে।

শুক্রবার (০৬ মে) সকাল ১০টা ৫৫ মিনিটে  কাশিমপুর কারাগারের কারা ফটকে গিয়ে তারা দেখা করেন।

কাশিমপুর কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শুক্রবার সকালে মতিউর রহমান নিজামীর পরিবারের ৬ সদস্য কাশিমপুর কারাগারে আসেন। পরে তারা আবেদন করলে বেলা ১১টার দিকে তাদের দেখা করার সুযোগ দেওয়া হয়।

পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা।

বৃহস্পতিবার (৫ মে) এই শীর্ষ যুদ্ধাপরাধীর পুর্নিবিবেচনায় আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা ছাড়া নিজামীর সামনে এখন আর কোন পথ খোলা নেই।

আপনার মন্তব্য

আলোচিত