সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৫ ১৫:৫৮

যুদ্ধাপরাধী মুজাহিদের আপিল শুনানি শুরু

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আল বদর উপ-প্রধান ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি শুরু হয়েছে।  বুধবার (২৯ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের ২১ মাস পর   চার সদস্যের আপিল বেঞ্চে একাত্তরের আল বদর কমান্ডার মুজাহিদের আবেদনের শুনানি শুরু হল।

এ বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রথম দিন আসামি পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এস এম শাহজাহান; তার সঙ্গে ছিলেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।

সকাল পৌনে ১০টায় শুনানির শুরুতে আদালত মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগগুলো এবং কোন অভিযোগে কী দণ্ড হয়েছে তা জানতে চান।

জবাবে এস এম শাজাহান বলেন, পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল দণ্ড দিয়েছে। এরপর আদালতের নির্দেশে নিজেদের বক্তব্য তুলে ধরেন তিনি। প্রথম দিনের শুনানি শেষে আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করে দেন।

আপনার মন্তব্য

আলোচিত