সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০১৬ ২৩:৪৫

শিশুদের শেখার আগ্রহ বাড়াবে আপনার জিজ্ঞাসা

শিশুর মনোজগত তখনই বিকশিত হয় যখন তারা বেড়ে উঠতে শুরু করে। এ সময় তাদের জ্ঞানের পরিধিও বাড়তে থাকে। একইসঙ্গে তাদের শেখার আগ্রহ বেড়ে যায়। তারা ক্রমশ আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, মানুষের সঙ্গে কথা বলা, মেলামেশা ও ধাপে ধাপে কাজ-কর্মে দক্ষতাও অর্জন করে। তাদের চিন্তাচেতনায় এ অগ্রগতিই হলো শিশুর সামগ্রিক বিকাশ। আর শিশুদের বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন একজন মা। তাই এ সময়ে প্রত্যেক মাকেই শিশুদের প্রতি অধিক খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ম্যানসি জেভারি নামে এক বিশেষজ্ঞ জানান, এ সময় শিশুরা সব বিষয়ে জানতে চায় ও শেখার আগ্রহ অনুভব করে। তাই মায়েদের দায়িত্বই হল প্রতিনিয়ত তাদের ১০ বিষয়ের খবর রাখা। কেননা আপনার এ জিজ্ঞাসাই তাদের শেখার আগ্রহকে আরও বাড়িয়ে দিবে।

শিশুদের শেখার আগ্রহ বাড়াতে যেসব জিজ্ঞাসা করতে পারেন-

এক. স্কুলের বিষয়কে বাচ্চারা সাধারণত বেশি প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে তারা সবসময় স্কুলের তিনজন ভালো বন্ধুর কথা বলে থাকে। এমনকি অপছন্দের তিনটি জিনিসের কথাও বলতে ভোলেন না তারা। তাই এ সময় মায়েদের কাজ হলো স্কুল থেকে আসার পর বাচ্চাদের এসব বিষয়ে জিজ্ঞাসা করা।

দুই. বাসে ভ্রমণের সময় খারাপ লাগছে কিনা তা জিজ্ঞাসা করা।

তিন. স্কুলে সে আজ কি কি ব্যায়াম করেছে?

চার. সে কোন তিনটি ভালো কাজের পাশাপাশি কোন তিনটি খারাপ কাজ করেছে।

পাঁচ. গতকালের চেয়ে আজ সে ভালো কোন কাজটি করেছে?

ছয়. স্কুলে কে তাকে আনন্দ দিয়েছে? কার আচরণে সে অনেক কষ্ট পেয়েছে?

সাত. তার বন্ধুরা আজ কে কী নাস্তা করেছে?

আট. সে আজ স্কুলে নতুন কি শিখেছে। এটা হতে পারে- একটি শব্দ, একটা গল্প, তার বন্ধু ও নিজের সম্পর্কে।

নয়. ভালো কোনো কাজ করায় সে আনন্দিত কি না?

দশ. বাবা ও মায়ের কোন কাজটি তার ভালো লাগেনি।

আপনার এই জিজ্ঞাসাগুলোই পরবর্তীতে শিশুদের শেখার আগ্রহকে শুধু বাড়িয়ে দিবে না, একইসঙ্গে তাদের করে তুলবে আরও বেশি উৎসাহী।

তথ্যসূত্র: আইডিভা ডট কম।

আপনার মন্তব্য

আলোচিত