সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০২০ ০০:৩৯

সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‌্যাবের হটলাইন

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের প্রতারণা, নির্যাতনের শিকার হয়ে থাকলে তাদের আইনি সহায়তার উদ্যোগ নিয়েছে র‌্যাব। সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন চালু করেছে তারা। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেখানে লিখিত অভিযোগ জানানো যাবে।

শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য- অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন। এজন্য হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০২১১ এবং [email protected] এই মেইলে যোগাযোগ করা যাবে।

উত্তরা ও মিরপুরে তার দুই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার অনুমতি নিয়েছিলেন সাহেদ। এই সুযোগে করোনাভাইরাস পরীক্ষার জন্য মানুষের কাছ থেকে তিন-চার হাজার টাকা করে নিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছিল তার প্রতিষ্ঠান থেকে। তবে পরীক্ষা ছাড়াই করোনাভাইরাসের ভুয়া প্রতিবেদন দেওয়ার প্রমাণ পেয়ে গত ৬ ও ৭ জুলাই তার হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে আরও অনিয়ম বেরিয়ে পড়লে আত্মগোপনে যাওয়া সাহেদকে বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত