সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০২০ ১৫:১২

বিমান ভ্রমণে খরচ বাড়ছে

১ আগস্ট থেকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইটে বা বিদেশ গেলে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে যাত্রীদের।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই সংক্রান্ত আদেশ জারি করেছে।

বেবিচকের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন আদেশটি জারি করেন।

আদেশে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধি এবং বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে।

আদেশে বলা হয়েছে, সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ ডলার এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৬ ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার এবং এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

এছাড়াও দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা।

জানা গেছে, প্লেনের টিকেট কেনার সাথে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে।

আদেশটি ১ আগস্ট থেকে কার্যকরের জন্য এয়ারলাইনসসহ সংস্লিস্টদের নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত