সিলেটটুডে ডেস্ক

২২ আগস্ট, ২০২০ ০০:০৫

আরেক দফা কমল সোনার দাম

সোনার দাম আরেক দফা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে এবার প্রতি ভরি সোনার দর ১ হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছে। শনিবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার গহনা ৭২ হাজার ২৫৮ টাকায় বিক্রি হবে।

২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হবে ৬০ হাজার ৩১২ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫০ হাজার ৩৮ টাকায়।

শুক্রবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার গহনা ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের গহনা কিনতে লেগেছে ৭০ হাজার ৫৬৭ টাকা। ১৮ ক্যারেটের সোনার অলঙ্কারের জন্য লেগেছে ৬১ হাজার ৮১৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৪৯৭ টাকায়।

করোনার সময়ে সোনার ভরি ৭৭ হাজার টাকার উপরে ওঠার পর গত ১৩ আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। এক সপ্তাহ পর আরেক দফা কমান হল। আন্তর্জাতিক বাজারে দর নিম্নমুখী হওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে বলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণবাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও সোনার অলংকারের দাম কমানো হয়েছে।”

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই। অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত