সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২০ ১৯:৪৫

রাজধানী থেকে নব্য জেএমবির সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে নব্য জেএমবি’র সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করেছে, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কোতোয়ালি থানাধীন বাবু বাজার ব্রিজ এলাকায় থেকে, সিটিটিসি’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম- মো. সালেক ওরফে আবু সালেক (১৯)। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

সিটিটিসি’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃত সালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করছিলেন। তাঁদের সদস্য সংগ্রহ ও নাশকতা মূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা ছিল।

সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার সালেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে তারা। সালেকের বাসা কেরানীগঞ্জে। পেশায় তিনি একজন দিনমজুর।

সালেকের পরিবারের বা তার আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত