সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২০ ১৩:২১

সিনহা হত্যা: এসপি মাসুদকে মামলার আসামি করার আবেদন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি করেন সিনহার বোন শাহরিয়ার শারমিন ফোরদৌস। এ বিষয়ে দুপুরে আদেশ দেয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

গত ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয়েছে রাশেদকে।

সিনহা হত্যার ঘটনায় এ পর্যন্ত ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যও ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত চার পুলিশ সদস্যকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত