সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১০

অবশ হওয়া ডান হাতের আঙুল নাড়াচ্ছেন ইউএনও ‍ওয়াহিদা

দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শরীরের ডান পাশের কিছুটা উন্নতি হয়েছে। তিনি ডান হাতের আঙুল নাড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মুখের সেলাই খোলা হয়েছে এবং শনিবার মাথার সেলাই খোলার পর মেডিকেল বোর্ড মিটিংয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) অবস্থার উন্নতি হওয়ায় ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। তবে আপাতত তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না বলে জানানো হয়।

বিজ্ঞাপন

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওয়াহিদাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্স করে রংপুর থেকে ঢাকায় আনা হয় ওয়াহিদাকে। এছাড়া তার বাবাকে রংপুরেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত