সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৪

চাঙ্গা পুঁজিবাজার, সূচক ছাড়াল ৫ হাজার

ফের চাঙ্গা হয়ে ওঠেছে দেশের দুই পুঁজিবাজার। সপ্তাহের শেষ দিন সূচক বেড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। সবশেষ গত বছরের ৮ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ছিল পাঁচ হাজার ৩৩ দশমিক ৭৯ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে পাঁচ হাজার ১১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বৃহস্পতিবার এক হাজার ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; আগের কর্মদিবসে এক হজার ৭৭ কোটি ৯৮ লাখ লেনদেন হয়েছিল।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১১৭টির। অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৮ দশমিক ৫৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪০ দশমিক ২৩ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৯৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭১ শতাংশ বেশি।

সিএসইতে ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; আগের লেনদেন হয় ৩৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।

বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

আপনার মন্তব্য

আলোচিত