সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০২০ ১০:৩৮

পিরোজপুরে চীনা নাগরিককে ছুরিকাঘাতে হত্যা

পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এক চায়না টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত চীনের নাগরিক লাওফা (৫৮) ওই প্রকল্পের প্রধান টেকনিশিয়ান। এ সময় ছিনতাইকারী লাওফার সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় হামলার এ ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা লাওফাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, বুকের পাঁজরের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লাওফার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার একটি বসতবাড়ির বাগান থেকে সিরাজ শেখকে আটক করা হয়েছে। সিরাজ শেখ যে লাও ফানকে ছুরিকাঘাত করছে তা স্থানীয় এক নারী দেখেছেন।

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকল্পে ৬০ জন চীনা নাগরিক কাজ করছেন বলেও জানান পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক।

আপনার মন্তব্য

আলোচিত