সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২০ ১৪:১৭

সিনহা হত্যা : আদালতের চার্জশিট গ্রহণ

বহুল আলোচিত সিনহা রাশেদ হত্যা মামলায় জমা দেয়া চার্জশিট সোমবার গ্রহণ করেছেন কক্সবাজারের আদালত।

মামলায় পলাতক আসামি টেকনাফ থানার সাবেক এএসআই সাগর দেব'র বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

এছাড়া একই ঘটনায় টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামী সাইদুল ইসলাম সিফাতকে অব্যাহতি দেয়া হয়।

বিজ্ঞাপন

সিনহা হত্যা মামলায় গত ১৩ ডিসেম্বর সাবেক ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

গত ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। ৫ আগস্ট তার বোন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে আদালতে।

আপনার মন্তব্য

আলোচিত