সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২০ ০০:৩৬

সরকারি চাকরিজীবীরা বরাদ্দ বাসায় না থাকলে ভাতা বন্ধ : প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের তাদের জন্য বরাদ্দ বাসাতেই থাকতে হবে। যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসাভাড়া বাবদ ভাতা পাবেন না।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব আরও বলেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন বাসা বাবদ যে ভাতা পাওয়া যায়, সেটার চেয়ে কম খরচে বাইরে বাসা ভাড়া পাওয়া যায়।

ফলে অনেক সরকারি চাকরিজীবী বাইরে বাসা ভাড়া করে থাকেন। এ জন্য সরকারি টাকায় তৈরি বাসাগুলো অব্যবহৃত থাকে। নষ্ট হয়ে যায়।

আসাদুল ইসলাম জানান, এসব কারণে প্রধানমন্ত্রী একনেক সভায় একটা নির্দেশনা দিয়েছেন, যাদের নামে বাসা বরাদ্দ হবে, সেখানে তাদের থাকতেই হবে। যদি কেউ না থাকেন, তাহলে ভাড়া বাবদ যে ভাতা পান, তা পাবেন না। এই বিষয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বর্তমানে সরকারি চাকরিজীবীরা তাদের গ্রেড অনুযায়ী বাসা ভাড়া পান। যেমন: গ্রেড-১ পদের সচিবরা মূল বেতনের ৫০ শতাংশ বাসা ভাড়া পান। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী, সচিবের মূল বেতন ৭৮ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিবের মূল বেতন ৮৪ হাজার টাকা।

গ্রেড -১ থেকে গ্রেড-৫ পর্যন্ত কর্মকর্তারা মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বাসা ভাড়া পান। এর নিচের গ্রেডের কর্মকর্তারা পান মূল বেতনের ৫৫ শতাংশ।

সবশেষ নিচের স্তরের ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের সবোর্চ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বাসা ভাড়া পান।

বর্তমানে সরকারি চাকুরিতে মোট গ্রেড ২০টি। জনপ্রশাসনে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ। এদের পেছেন প্রতিবছর বেতন-ভাতা বাবদ মোট খরচ হয় ৬৫ হাজার কোটি টাকা।

আপনার মন্তব্য

আলোচিত