সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০২১ ১২:০০

বাংলাদেশে কাজ করার অনুমতি পেলেন ড. বিজন

বাংলাদেশে কাজ করার জন্যে ওয়ার্ক পারমিট পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। অর্থাৎ ড. বিজন বাংলাদেশে কাজ করার জন্যে যে প্রক্রিয়া সম্পন্ন হওয়া দরকার ছিল, সেটা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সিঙ্গাপুর থেকে টেলিফোনে জাতীয় একটি দৈনিককে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। এছাড়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকারও বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. বিজন কুমার শীল গণবিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তার নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট উদ্ভাবন করেছে। ওয়ার্ক পারমিটের মেয়ার শেষ হয়ে যাওয়ায় তাকে সিঙ্গাপুরে চলে যেতে হয়েছিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে বেশ লম্বা সময় ধরে প্রক্রিয়া চলছিল, যা গতকাল শেষ হয়েছে বলে ড. বিজন জানিয়েছেন। তিনি বলেন, ‘ওয়ার্ক পারমিটের কাগজ গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সিঙ্গাপুরে আমার কাছে এসে পৌঁছেছে।’

বর্তমানে ওয়ার্ক পারমিটের ভিত্তিতে ভিসার জন্যে তিনি সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসে আবেদন করবেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাস তাকে ভিসা প্রদান করবে। ভিসা প্রদানের পরে তিনি বাংলাদেশে এসে গণবিশ্ববিদ্যালয়ে এবং কিট গবেষণার কাজে যোগ দেবেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও এক মাসের মতো লাগতে পারে বলে মনে করছেন ড. বিজন।

বিজ্ঞাপন

ড. বিজন কুমার শীল বলছিলেন, ‘স্বাভাবিকভাবেই দেশে কাজের অনুমোদন পাওয়ায় খুবই আনন্দিত। যখন চলে আসতে হয়েছিল, স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল। কিন্তু, কারো প্রতি আমার কোনো অভিযোগ ছিল না। একটা প্রক্রিয়া সম্পন্ন করেই আমাকে কাজ করতে হবে। সেটাকে আমি মেনেই নিয়েছলাম। গণস্বাস্থ্য কেন্দ্রও সেটাকে মেনে নিয়েছিল। সেই অনুযায়ী আমি বাংলাদেশে থেকে ফেরত এসেছিলাম। যেহেতু সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আবার আমার জন্মভূমিতে ফিরে যাব এবং সেখানে আরও ভালো কিছু করার সর্বাত্মক চেষ্টা করব।’

খবর :  দ্য ডেইলি স্টার

আপনার মন্তব্য

আলোচিত