সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০২১ ১৪:২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন ও ৭ মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ও সাতজনের মৃত্যুর কারণ খতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এদিকে ঘটনা তদন্তে ও ক্ষয়ক্ষতি নিরূপণে সাত সদস্যের কমিটি করা হয়েছে উল্লেখ করে কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদ জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সাত সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন।

এর আগে গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮-ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরে সেখান থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয় জানিয়ে উখিয়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম্যান আরশাদুল ইসলাম বলেছেন, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা ধারণা করছেন, অগ্নিকাণ্ডে ক্যাম্পের প্রায় দশ হাজার ঘর পুড়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত