সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২১ ১৫:০৯

সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতিতে ছুটি বা লকডাউন ঘোষণার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পর্যটন কেন্দ্রগুলো থেকে করোনার সংক্রমণ বেশি হওয়ায় সেগুলো সীমিত করার বিষয়ে জোর দিয়েছেন মন্ত্রী।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো ‘সাধারণ ছুটির’ ঘোষণা দিয়েছিল সরকার। শুরুতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘ছুটি’ ঘোষণা হলেও পরে তার মেয়াদ বাড়ে কয়েক দফা।

গত বছরের সেই ছুটি ঘোষণার খবর গত রোববার ফেসবুকে ছড়ালে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সেটা নতুন লকডাউনের ঘোষণা বলে ধরে নেন। ফলে ছড়িয়ে পড়ে গুজব। খবরটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরির প্রেক্ষাপটে সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানানো হয়।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে ছুটির বিষয়টি নিয়ে আবারও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি-না এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি। যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না। তাই করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত