সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০২১ ১৬:৩৮

মুভমেন্ট পাস: প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন

লকডাউনে বিশেষ কয়েকটি কারণে ও পুলিশের দেওয়া মুভমেন্ট পাস ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে না। মঙ্গলবার এই পাস দেওয়া শুরু করেছে পুলিশ, চালু করেছে একটি অ্যাপ। চালুর পর প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়ে‌ছে প্রায় এক লাখ ২৫ হাজার। প্র‌তি মি‌নি‌টে আবেদন জমা পড়ছে প্রায় ১৫ হাজার। পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বলেন, ‘প্রত্যেক ব্যক্তিকে দিনে তিনটার বেশি মুভমেন্ট পাস দেওয়া হবে না। সপ্তাহে প্রতি জনকে সর্বোচ্চ ১৫টি মুভমেন্ট পাস দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে।’

এর আগে মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে মুভমেন্ট পাসের অ্যাপস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

এ সময় তিনি বলেন, লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে জনগণ যেন চলাচল করতে পারেন এজন্য পাসের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে এই পাস নেওয়ার ক্ষেত্রে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা বিস্তারিত তুলে ধরেন পুলিশ প্রধান।

উল্লেখ্য, আগামীকাল ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বাড়ির বাহিরে যাদের একান্তই যেতে হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। তবে সাংবাদিকসহ জরুরি সার্ভিসে কর্মরতদের জন্য মুভমেন্ট পাস লাগবে না।


আপনার মন্তব্য

আলোচিত