সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০২১ ০২:০৯

হেফাজতের ওই কমিটিতে অবৈধ ছিল: মঈনউদ্দীন রুহি

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটিকে তথাকথিত কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আহমদ শফির অনুসারী মাওলানা মঈনউদ্দীন রুহি। তিনি এ কমিটিকে অবৈধ এবং সিন্ডিকেট কমিটি ছিল বলেও মন্তব্য করেছেন।

রোববার রাত সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। ওই বার্তায় তিনি আহমদ শফির মূল ধারার সংগঠনের সঙ্গে সবাইকে থাকার আাহ্বানও জানিয়েছেন।

হেফাজতের একাংশের যুগ্ম মহাসচিব রুহী বলেন, এটা অবৈধ কমিটি ছিল। এটা একটা সিন্ডিকেট কমিটি। গতবছরের ১৫ নভেম্বর তথাকথিত হেফাজতের রাজনৈতিক উচ্চাবিলাস নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল। হেফাজতের লক্ষ্য উদ্দেশ্য বিসর্জন দিয়ে এ কমিটি গঠন করা হয়। তাই সাড়ে চার মাসের মাথায় হেফাজতের সেই কমিটির আমির কমিটি ভেঙে দিয়েছেন। এটাকে আমরা স্বাগত জানাই।

এর আগে রাত ১১টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত