সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৫ ১৫:০২

মুজাহিদের পরিবার জনগণকে বিভ্রান্ত করছে : অ্যাটর্নি জেনারেল

মুজাহিদের পরিবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

শনিবার (২১ নভেম্বর) সকালে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনে মুজাহিদের স্ত্রী তামান্না-ই-জামান বলেন, ২১শ আগস্ট গ্রেনেড হামলার অভিযোগ সম্পর্কে রাষ্ট্রপতির কাছে জানতে চান তার স্বামী মুজাহিদ। মামলাটির সাক্ষ্যগ্রহণ এখন কোন পর্যায়ে রয়েছে তাও তিনি জানতে চান।

সংবাদ সম্মেলনে এমন দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘একটি মামলায় কারো দণ্ড কার্য্কর হয়ে গেলে অন্য সকল মামলা তার বিরুদ্ধে অন্য কোনো মামলা চলতে পারে না বলেও জানান তিনি।

মুজাহিদের ক্ষেত্রেও সেটিই অনুসরণ করা হবে। ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলাটি এখনো চলমান এ মামলার সর্বশেষ অবস্থান জানতে চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখতে চান মুজাহিদ? এমন বিষয়ে অ্যাটর্নি বলেন, ‘একটি মামলায় দণ্ড কার্যকর হয়ে গেলে তার বিরুদ্ধে অন্য মামলা চলবে না। মুজাহিদ এখন শুধু রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করতে পারবেন অন্য কিছু নয়।

আপনার মন্তব্য

আলোচিত