সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২ ১৫:৪২

বুধবার সারাদেশে বিএনপির মানববন্ধন

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোট কারচুপি করা হয়েছিল অভিযোগ করে ওই দিন ঢাকাসহ সারাদেশের জেলা শহরে প্রতিবাদী মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিল। এরপর যেকোনো উপায়ে ক্ষমতা কুক্ষিগত করতে তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন থেকে শুরু এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তা ছিল উদ্ভট, যা ছিল একতরফা প্রতিদ্বন্দ্বিতাহীন নিশিরাতে ব্যালটবাক্স ভর্তি করা, পাইকারি হারে জালভোট দেওয়া।’

‘ভোট ডাকাতি, লাশের ভোট প্রদান, গায়েবি ভোট, বিরোধী দলের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ একের পর এক অভিনব ভোট’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘এই সরকার গায়ের জোরে জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দিয়ে জনগণকে ত্যাজ্য করে ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করেছিল। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার এক নিষ্ঠুর কসাইয়ে পরিণত হয়েছে।’

ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় শুরু হবে। এই মানববন্ধন ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজন করবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত