সিলেটটুডে ডেস্ক:

১৩ জানুয়ারি, ২০২২ ০১:২৫

গানের মডেলের ছদ্মবেশে সিরিয়াল কিলার ‘বাউল সেলিম’

'ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের ভিডিও থেকে নেওয়া ছবি।

বেশ কিছু জনপ্রিয় গানের মডেল হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিম। ‘ভাঙা তরী ছেড়া পাল’ গানের মডেল হয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি। অথচ এই তিনিই একজন ভাড়াটে খুনি।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

র‌্যাব জানায়, গানের মডেলের আড়ালে তিনি একজন ভয়ঙ্কর খুনি।

র‌্যাব আরও জানায়, নিজেকে লুকিয়ে রাখতেই এই ছদ্মবেশ ধারণ করে ছিলেন সেলিম। পাঁচ থেকে সাতটি হত্যার ঘটনায় জড়িত তিনি। একাধিক হত্যা মামলায় তার নামও ছিল।

তার একাধিক হত্যাকাণ্ডে জড়ানো ও ছদ্মবেশে পালিয়ে থাকা জীবনের আদ্যপান্ত বৃহস্পতিবার সংবাদ করে জানাবে সংস্থাটি।

র‌্যাবের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভাড়াটে হিসেবে খুনে সম্পৃক্ত হন সেলিম। তিনি একজন সিরিয়াল কিলার। ফেরারি আসামি। যে কয়টি হত্যার সঙ্গে তিনি জড়িত, তার মধ্যে অন্তত দুটি রয়েছে উত্তরাঞ্চলে।

প্রাথমিকভাবে র‌্যাব বলছে, নিজের পরিচয় গোপন করতেই বেশভূষা পরিবর্তন করে বড় চুল ও দাড়ি রাখেন সেলিম। কয়েকটি মিউজিক ভিডিওতে বাউল বেশে হাজির হয়ে তিনি পরিচিতি পান। এর মধ্যে 'ভাঙা তরী ছেঁড়া পাল’ গানটি বেশ জনপ্রিয়তাও পায়।

র‌্যাবের ওই কর্মকর্তা সংবাদ সম্মেলনের আগে সেলিমের ব্যাপারে আর তথ্য দিতে রাজি হননি।

আপনার মন্তব্য

আলোচিত